পৃথিবীর বা মৃত্যু পরবর্তী জীবনের জন্য আমাদের যতটুকু অর্জন তার কোনটিই শুধু আমাদের নিজের যোগ্যতা দিয়ে হয় না।
এ অর্জনের পিছনে কাজ করে আমাদের বংশগতি, জৈবিক গঠন, আর্থসামাজিক এবং পরিবেশ সংশ্লিষ্ট অসংখ্য প্রভাবক। যে সকল প্রভাবকের অধিকাংশই আমাদের হাতে নেই।
আমরা আমাদের চেষ্টায় শুধু কিছু প্রভাবকে পরিবর্তন আনতে পারি। বাকি প্রভাবকগুলোর জন্য প্রার্থনা করা ছাড়া আমাদের হাতে কোন উপায় থাকে না।
আমি যদি নিজের চেষ্টায় অনেক সম্পদ গড়তে পারি, তা যেন অন্যকে ব্যর্থ ভাবার কারণ না হয়। হয়ত তার যাত্রাপথ আমার মত তুলনামূলক মসৃণ ছিল না।
আমি যদি নিজের চেষ্টায় জ্ঞান অর্জন করতে পারি, তা যেন অন্যকে ছোট করার উপলক্ষ না হয়। হয়ত সে যথেষ্ট চেষ্টা করা সুযোগ বা ধাক্কা পায় নি।
আমি যদি নামাজে বিনয়ী হতে পারি, তা যেন নিজেকে অনেক বড় মুত্তাকী ভাবার কারণ না হয়ে দাঁড়ায়। হয়ত অন্যরা জীবনে শতসহস্র কাঠিন্যে একাগ্রতা অর্জনের সুযোগ এখনও পাচ্ছে না।
পৃথিবী একটি পরীক্ষাক্ষেত্র । তাই সবাইকে সমান রিজিক দেয়া হয় নি।
সুতরাং, আমাকে যা দেয়া হয়েছে তা নিয়ে যেন অহংকার না আসে।