Md. Abdullah Saeed Khan

কবিতা ও ছড়া

গড়েছে ওরা মিথ্যাচারের বাদশাহি

প্রিয় কাশ্মীর, গড়েছে ওরা মিথ্যাচারের বাদশাহি, জনগন আজ গোলাম ওদের ‍শক্তিহীন, ওদের কথায় চললে তোমার নিত্য ঈদ। আযাদী তোমার আত্মত্যাগের রক্তে আঁকা এটাই সত্য শিক্ষা ইতিহাসের কাছে।      

গড়েছে ওরা মিথ্যাচারের বাদশাহি Read More »

আগের মত নইত এখন

আগের মত নইত এখন Change হয়েছি বেশ ভুলগুলো সব শুধরে নিয়ে Mind হয়েছে Fresh. এখনতো আর আগের মত নইকো আমি খোকা, মন ভোলানো বাত্‌ শুনে হা: হইনা এখন বোকা। ঘরের ভিতর ঘাপটি মেরে এখন কি আর থাকি? মনের ভিতর আধার আলো রঙের মাখামাখি। মাছটি ভাজা উল্টে খেতে এখনতো বেশ জানি, সবখানেতে ধোকাবাজি এ কথাটাও মানি।

আগের মত নইত এখন Read More »

উচ্ছ্বাস

কালের পরিশ্রান্ত পরিক্রমায় পরাজিত সংকীর্ণ চিন্তাধারার চিত্তাকর্ষক চরিত্রগুলোর বিলুপ্তি হোক। আর, নবজাগরনের নবদ্যুতি প্রদিপ্ত করুক প্রতিটি মন; মোহিত মনুষ্যে বহিয়া যাক তারুণ্যের প্রাণসিক্ত দীপ্র উচ্ছ্বাস। শানিত হোক- মেধার অতলান্ত পরিসর, বিশ্ব চরাচর, অজস্র কল্যাণের স্রোতধারা- বহাইয়া দিক, ধ্বনিত হোক গগন বিদারী মুক্তির সম্ভাস। সৃষ্টি, স্রষ্টার শ্বাশত নিদর্শন- আর সত্য সহকারে, করুক আত্মপ্রকাশ; বিজ্ঞান, বিস্ময়কর শৃংখলার

উচ্ছ্বাস Read More »

দূর্ণীতিতে প্রথম হওয়াই হোক আমাদের Goal

ওহে, জোড়ছে বাজা ঢোল, দেখ্‌ দূর্ণীতিবাজ, ঘুষখোরেদের মুখছে পড়ে লোল। চক্ষু খুলি যখন তখন পাত্তি ওরা দেখে, আর Party ভোজে দৌড়ে বেড়ায় খানদানী রঙ মেখে। পকেট মারা বিলাস ওদের ভন্ডামী ধর্ম্ম, দেখ্‌ মিথ্যাবাদীর সাধু সাজার চলছে কেমন show বনের রাজার টাকার বালিশ বনে তাহার বাস, তার- টাকার গাছে হাত দিলে তোর হইবে সর্বনাশ। কেউ বাগানবাড়ী

দূর্ণীতিতে প্রথম হওয়াই হোক আমাদের Goal Read More »

চিন্তা

বাড়ীর পাশের সড়ক ধরে চলছি সেদিন রাতে, হঠাৎ দেখি পূর্ণিমা চাঁদ চলছে আমার সাথে। পথের ওপর প্রতিচ্ছায়া করছিল সব খেলা, বাঁশের ঝাড়ের ধূসর পাতা ধূসর সুখের মেলা। খেক শিয়াল এক্‌ জানান দিল রাত্রি গভীর বড়, নিরব সবাই চতুর্দিকে নিদ্রা গভীরতর। ঝিঁঝির ডাকে নিরবতার রূপের পেলাম দেখা, আধার রাতের নিরব পথিক চলছি আমি একা। চলছি যখন

চিন্তা Read More »

ভাল আছি

ভালো আছি, যখন রাস্তায় জুতো পড়ে বেরোলে দেখি একজন আমারই মত মানুষ খালি পায়ে হাটছে… তখন বুঝতে পারি… ভালো আছি। ভালো আছি, যখন ধানমন্ডি এক নাম্বার রোডে দেখি আমারই মত একজন মানুষ শুধুই অস্থি:সার মজ্জ্বা… তখন বুঝতে পারি… ভালো আছি। ভালো আছি যখন ফার্মগেট ফ্লাইওভারে উঠতে গিয়ে দেখি আমারই মত মানুষ গোদরোগ; হাত পেতে আছে…

ভাল আছি Read More »

লক্ষ্যহীন বর্তমান

পথে ঘাটে মাঠে বাজারে ও হাটে, দেখেছি অনেক কিছু, দূর্বল যারা মার খায় তারা আজও পরে থাকে পিছু; ধন আছে যার আরও ধন চায়, যদি বা মঙ্গা চলে, বুবুক্ষ প্রাণ কঙ্কাল দেহ- চলে যায়- পদে দলে। নি:স্প্রাণ দেহ নিশ্চুপ থেকে সয়ে যায় সব ব্যাথা, বুদ্ধি বেচা ও’ বুদ্ধি ওয়ালারা বলে না তাদের কথা। সব মুখে

লক্ষ্যহীন বর্তমান Read More »

চির সবুজ স্বাধীনতা

(তার কচি পাপড়ি গুলো আজ আরও লাল, গাঢ় লাল হয়ে ঝুলে থাকে বেড়িতে…) কলিটি তখনও ফুল হয়ে ওঠেনি, বললে, যতন করে রেখে দেবে।আমিও বন্ধু ভেবে তোমায়,সরল বিশ্বাসে, রাখতে দিলাম কলিটিক’টি মাস!তখনিই প্রথম করলে গ্রাস-গাছটিই কেড়ে নিলে,সেই থেকে শুরু।তোমার রক্তচোষা রুপ,আমার শিরাগুলো চুষে খায়, আজও,চারপাশে মোর হিংস্র বেড়ি পড়িয়েআমার ফুল কেড়েআমার ফল খেয়েতুমি উল্লাস কর?যে কলিটি

চির সবুজ স্বাধীনতা Read More »

আমার দুখিনী মা

সেদিন বিকেলে দেখেছিনু নীলে পাখিদের ঘরে ফেরা তুমি পাশে ছিলে দুজনায় মিলে পেয়েছি স্বপ্নে ঘেরা অনুভুতি এক রাশ, তুমি নেই পাশে শূন্যতা এসে আজ সবই ইতিহাস। ভেবেছ রতন করেছ যতন দিবা নিশি সারাবেলা, করেছ স্মরণ মম আমরণ যায় কি স্মৃতি সে ভোলা? অন্তরে করে বাস কেন চলে গেলে মোরে একা ফেলে সব সুখ করে গ্রাস?

আমার দুখিনী মা Read More »

সময়ের তুমি বৃত্ত হও

তুমি হও গ্রীষ্ম; তীব্র গরম ভর দুপুরনদী যেন পাশে বটতলে বসে গাইছে রাখাল বাধছে সুর। তুমি হও বর্ষা; হিমেল বাতাস ঘুম ভুবনকবি যেন বসে বাতায়ন পাশে ঘরে পড়ে দেহ উধাও মন। তুমি হও শরৎ; স্বচ্ছ আকাশ শুভ্র মেঘযেন কাশ বনে বন্ধু দুজনে লুকোচুরি খেলে নিরুদ্বেগ। তুমি হেমন্ত; কৃষকের হাসি সোনালী ধানযেন কৃষাণীর নয়নের নীর অবুঝের

সময়ের তুমি বৃত্ত হও Read More »

Scroll to Top