আগের মত নইত এখন
Change হয়েছি বেশ
ভুলগুলো সব শুধরে নিয়ে
Mind হয়েছে Fresh.
এখনতো আর আগের মত
নইকো আমি খোকা,
মন ভোলানো বাত্ শুনে হা:
হইনা এখন বোকা।
ঘরের ভিতর ঘাপটি মেরে
এখন কি আর থাকি?
মনের ভিতর আধার আলো
রঙের মাখামাখি।
মাছটি ভাজা উল্টে খেতে
এখনতো বেশ জানি,
সবখানেতে ধোকাবাজি
এ কথাটাও মানি।
মিথ্যা বলার আজব রীতি
এখনতো বেশ চলে,
জনে জনে মিথ্যা কথা
তাইতো সবাই বলে।
চাপাবাজি, ধাপ্পাবাজি
দাবার চালাচালি,
বাইরে দিয়ে সবাই বড়
ভিতরটা তাই খালি।
এসব দেখে এখন আমি
শিখছি অনেক কিছু,
বুঝছি কেন সব জনে হায়
নিচ্ছে টাকার পিছু।
এখন বুঝি কম বিদ্যা
পড়ছে কেন ভারী,
তুচ্ছ ব্যাপার নিয়ে কেন
হচ্ছে মারামারি।
সসতা হাসি আনন্দ কেন্
এ যুগে বেশ চলে,
ভালোবাসা নিয়ে কেনো
তরুণরা সব খেলে।
চিন্তা ছেড়ে এখন সবাই
ভোগ বিলাসে বাধা,
গাড়ি বাড়ি টাকা কড়ি
এ কি গোলক ধাধা?
সকল কিছু বুঝে শুনে
ঠিক করেছি তাই,
ভুবনটাকে নতুন করে
গড়তে হবে ভাই।
কে আছো ভাই আমার সাথে,
কে হলে একমত?
দাও বাড়িয়ে হাতগুলো সব,
আজকে নি শপথ।
Leave a Reply