ঈদুল ফিতর

অবশেষে রোজা শেষে এলো হেসে ঈদ,

ছোট বড় হয়ে জড়ো গাইছে নাশিদ।

তাকবির তাকবির ওই দেখো চাঁদ,

কি যে খুশী কি যে খুশী দাও দাও হাত

আসো আসো দেই বসো মেহেদীর সাজ

নানা স্বাদে মা-রা রাঁধে কতকিছু আজ।

চল চল ঘুমে চল ভোর হলে পর

ঈদের নতুন সাজে সাজব এ ঘর।

নতুন নতুন জামা পড়ব সবাই।

তাকবীর বলে চল ঈদগাহে যাই,

ঈদের নামাজ শেষে

হেসে হেসে বাড়ি এসে

জর্দা পায়েস আর লাচ্ছা সেমাই

সবে মিলে বসো এসে মজা করে খাই।

বাবামার পদধূলি নেই এর পর

সবার বাসায় ঘুরি সারাদিন ভর।

ঈদের সেলামি নেয়া গুনে গুনে আজ

ব্যাগে ভরা জমা করা দিন রাত কাজ

খুশিতে খুশিতে যায় ঈদুল ফিতর

থাকে যেন ভাল সব থাকে সব ঘর।

তবে ভাই বলে যাই বলি শেষ কথা

মনে যেন থাকে ঐ গরীবের ব্যাথা

তাদেরকে দেই যেন দেই হাত ভরে,

খুঁজে নিয়ে মিসকিন দেই অকাতরে।

তাদের ঈদেও যেন মুখে থাকে হাসি,

স্রষ্টার তরে তাই তারে ভালোবাসি।

মিলে মিশে হেসে হেসে ঈদ হোক পার,

সবার জীবনে ঈদ হোক বারে বার।

ঈদুল ফিতরের দিন

০৩.০৫.২০২২

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *