স্নিগ্ধ সকাল, শুভ্র তমাল, পক্ষী সকল গাচ্ছে,
পুষ্প নবীন, শব্দ বিহীন, মুগ্ধ আখি আঁকছে
কল্পনাতে স্বপ্ন বিলাস, বসন্তের এই লগ্ন,
জীর্ণ অতীত ছিন্ন করে নতুন গড়ায় মগ্ন-
বৃক্ষরাজি, ঊষার আকাশ, জোয়ার ভাটার সিন্ধু,
ষষ্ঠ ঋতু, বিস্তৃত ভূ, মহাকালের বিন্দু,
মানব জগত, তরঙ্গবৎ, উথাল পাথাল থাকবে,
পুরোনো জং আগল ভেঙে, নতুন সময় জাগবে।
চিরন্তন এই নীতি মেনেই চলছে সকল সৃষ্টি,
স্রষ্টা পানে তৃপ্ত মনে করছি নত দৃষ্টি।
ধৈর্য্য শিখে ভরসা রেখে তাঁর পথে গন্তব্য
করছে যারা, সফল তারা- জান্নাহ ভবিতব্য।
১৯.০৩.২০২২
Leave a Reply