ডারউইনবাদ যেভাবে টিকে আছে

কয়েকদিন আগে লিখেছিলাম যে ডারউইনবাদী প্যারাডাইম সমাপ্তির পথে। ডারউইনবাদী বিজ্ঞানীরা বিবর্তনের ডারউইনবাদী ব্যাখ্যার বিকল্প পথগুলোর ব্যাপারে ‘সেমেলওয়াইজ রিফ্লেক্স’-এ আছে। অর্থাৎ যেহেতু বিকল্পগুলো ডারউইনবাদী প্যারাডাইম-কে প্রশ্নবিদ্ধ করছে, ফলে এর অনুসারীরা ওগুলো মেনে নিতে পারছে না।

ডারউইনবাদীতার ক্ষেত্রটি অন্যান্য বৈজ্ঞানিক তত্ত্ব থেকে একটু ভিন্ন। কারণ, এটি জৈবজগতের একটি বস্তুবাদী ব্যাখ্যা দাড় করানোর চেষ্টা করে। ফলে, এর উপর দাড়িয়ে আছে বস্তুবাদ, ধর্মনিরপেক্ষ মানবতাবাদ এবং নাস্তিকতাবাদ-এর ভিত্তি। যে তত্ত্বটির ওপর এতগুলো ‘ইজম’ তথা ‘মতবাদ’-এর ভিত্তি দাড়িয়ে আছে, সেটির বিরুদ্ধে যখন কোন প্রমাণ আসে তখন শুধু তত্ত্বটি আক্রান্ত হয় না সাথে অন্যান্য মতবাদগুলোও দুর্বল হয়ে যায়। এ কারণে আপনি পাশ্চাত্যের বৈজ্ঞানিক মহলে ডারউইনবাদের বিপরীত কোন ব্যাখ্যা গ্রহণ করলে আপনাকে প্রাতিষ্ঠানিকভাবে অপদস্থ করা হবে। বিজ্ঞানের মহলে আপনার অবদান যা-ই হোক না কেন। এমনকি আপনার নামে যদি অনেকগুলো প্রজাতির নামকরণও হয়ে থাকে, আপনাকে তারা নিয়মতান্ত্রিকভাবে অপমান করবে- প্রথমে কোন সুনির্দিষ্ট কারণ না দেখিয়ে আপনার গুরুত্বপূর্ণ পদ থেকে অপসারিত করবে এবং তারপর আপনার অবদানকে অপপ্রচার এবং তথ্য লুকানোর মাধ্যমে অস্বীকার করবে।       

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *