দূর্ণীতিতে প্রথম হওয়াই হোক আমাদের Goal

ওহে, জোড়ছে বাজা ঢোল,

দেখ্‌ দূর্ণীতিবাজ, ঘুষখোরেদের মুখছে পড়ে লোল।

চক্ষু খুলি যখন তখন পাত্তি ওরা দেখে,

আর Party ভোজে দৌড়ে বেড়ায় খানদানী রঙ মেখে।

পকেট মারা বিলাস ওদের ভন্ডামী ধর্ম্ম,

দেখ্‌ মিথ্যাবাদীর সাধু সাজার চলছে কেমন show

বনের রাজার টাকার বালিশ বনে তাহার বাস,

তার- টাকার গাছে হাত দিলে তোর হইবে সর্বনাশ।

কেউ বাগানবাড়ী বানায় বড় হরিণ পুশা সখ,

আর পাথর পেটে বাধল যারা কে দেবে তার হক?

কেউ সুইস ব্যাংকে ভান্ডা’ খুলে Fund-Uv করে বড়,

আর বস্ত্রাভাবে শীতের টোকাই হচ্ছে জড়সর।

দেশের কোথাও মঙ্গা চলে কোথাও বা সন্ত্রাস,

ওদের পেটে কোর্মা পোলাউ, গরীব দুখীর গ্রাস;

শোন এরাই দেশের নেত্রী নেতা এরাই বিজ্ঞজন

আর পাতালতলের মাফিয়াদের এরাই হল ডন।

এদের হাতেই চলছে এদেশ, মুখোশ পড়া সব,

বিশ্বব্যাপী এমন মানুষ, পাওয়া যে দূর্লভ।

তাই জোড়ছে বাজা ঢোল

দূর্ণীতিতে প্রথম হওয়াই হোক আমাদের Goal

শান্তি সুখের গপ্প করা এবার তোরা ভোল।

ওহে! জোড়ছে বাজা ঢোল।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *