প্রার্থনা

হে মহাকালের মহাস্রষ্টা!

হে মহাজ্ঞানী! সর্বদ্রষ্টা!

হে অনাদি অনন্ত অসীম!

আমি ক্ষুদ্র দরিদ্র সসীম।

আমি পাপী,

আমি অগণন পাপে ভাসমান পরিতাপী।

মোর অশ্রুসজল নয়ন, সিক্ত মন,

যুঝে ঝঞ্চাপ্রবণ গ্লানী সর্ব ক্ষণ,

বুঝে যুক্তি

খুঁজে মুক্তি,

যাচে সংশয়হীন চিত্ত নিত্যদিন,

চায় নিত্যানন্দ, শান্তি, চিন্তাবি’ন

আত্মা,

হে অসীম দয়ালু সত্ত্বা!

আমি অধম, অসাড়, অনিয়ম,

আমি ক্ষমা প্রত্যাশী অক্ষম।

তবো দয়া, তবো সকরুণ দৃষ্টি,

আমায় নতুন করিয়া করিবে আবার সৃষ্টি।

দিবে প্রাণ-

অম্লান,

দিবে নিত্য সত্য মুক্ত পথের দিশা,

ঘুচবে আমার অন্তর-অমানিসা।

হে আমার রব,

তবো ক্ষমা,

করি আশা,

যাচি সৃষ্টির তরে স্রষ্টার ভালোবাসা!

….

২৫.০৩.২০২২

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *