বার বার ফিরে আসে,
রক্ত শিহরী শংকিতকারী ধ্বংসকারীর বেশে,
প্রলয়ঙ্কর কম্পন হানে প্রশ্বাসে নি:শ্বাসে
প্রাণনাশ করে বিনাশ করে সে ফেটে পরে উল্লাসে
গুপ্ত কেন্দ্রে সুপ্ত থেকে সে প্রাপ্তির হাসি হাসে
বার বার ফিরে আসে।
জাপান তুরস্ক, গুজরাট-ইরান, হানা দেয় দেশে দেশে,
চমকে উঠি, হঠাৎ এসে সে শেষ করে এক গ্রাসে,
ধ্বংসাবশেষ স্তূপীকৃত, মৃত্তিকা ভরা- লাশে,
আকাশ বাতাস পৃথিবীব্যাপী লাশের গন্ধ ভাসে
বার বার ফিরে আসে।
কম্পে প্রকম্পে হাসি হাসে মহাত্রাসে
বিশৃঙ্খল পিশাচ ইতর মানবগোষ্ঠী নাশে
সৎ সাচ্চা মানুষেরে হানে সৃষ্টির বিন্যাসে
চৌচির মাটি, শয়তান ঘাটি, উপরে সে উচ্ছ্বাসে
বার বার ফিরে আসে।
মূর্খ মানব তবু কেন জানি অন্যায় ভালবাসে,
শিক্ষা না নিয়ে প্রকৃতির কাছে, ফিরে যায় অবশেষে,
অশ্লীলতার পাতাল মর্ত্যে, ফুর্তির হাসি হাসে
শাস্তির রূপে, ধ্বংস সাধনে বিনাশকারীর বেশে
তাই, বার বার ফিরে আসে
সে যে বার বার ফিরে আসে।
সাঈদ
০৪/০৪/২০১৪
Leave a Reply