পথে ঘাটে মাঠে বাজারে ও হাটে,
দেখেছি অনেক কিছু,
দূর্বল যারা মার খায় তারা
আজও পরে থাকে পিছু;
ধন আছে যার আরও ধন চায়,
যদি বা মঙ্গা চলে,
বুবুক্ষ প্রাণ কঙ্কাল দেহ-
চলে যায়- পদে দলে।
নি:স্প্রাণ দেহ নিশ্চুপ থেকে
সয়ে যায় সব ব্যাথা,
বুদ্ধি বেচা ও’ বুদ্ধি ওয়ালারা
বলে না তাদের কথা।
সব মুখে আজ তালা লেগে আছে
সব হাতে বাধা রশি
সব চোখ বাধা লোভের নেশাতে
চায় সবে বেশি বেশি।
আজ পাই নাকো কবি নজরুল
‘বিদ্রোহী’ ‘রণভেরী’
কাফন পড়ে যে শুয়ে গেছে দেখ,
ফররূখ ‘পাঞ্জেরী’।
রক্ত হয়না তপ্ত আজকে,
অন্যায় পাপ দেখে,
তারূণ্য প্রাণ ঝিম ধরে আছে
নারী-প্রেম-রূপ চেখে।
বিশৃংখলা হতাশার মাঝে
সমাজ রয়েছে ডুবে,
এরই মাঝে বেঁচে মরছে মানুষ
লক্ষ্যহীন যে সবে।
লক্ষ্যহীন এ ভবে।
Leave a Reply