মেধাবী নই

বইছে জ্ঞানের ঝড়!

উড়ে গেল আমাদের মস্তিষ্ক,

শুষ্ক প্রাণ ভেসে গেল আলোর বন্যায়,

অনন্য আকাঙ্ক্ষার নোঙ্গর ফেলে

অজানার সাগরে,

অতৃপ্ত পরিসরে,

অপেক্ষায় আছি।

উথাল পাতাল জ্ঞানের ঢেউয়ে

প্রবল মেধার বাতাসে,

হারিয়ে যাচ্ছি তলিয়ে যাচ্ছি

অজ্ঞতার অতল গহ্বরে।

সংকিত প্রাণ পুড়ে হল ছাই

দাউ দাউ করে জ্বলা তথ্যের প্রলয় শিখায়।

আমার অনূর্বর মস্তিষ্ক জ্ঞানের দৌড়ে পরাজিত,

সে সামনে থাকা গর্বিত একজন হতে চায় না।

কারণ, সে পিছনে পড়ে যাওয়া নিরানব্বই মস্তিষ্কের

দু:খ দুর্দশায় অংশীদার হতে চায়,

চায়, ছোট ছোট বিচ্যুতি-অভিজ্ঞতার সমন্বয়ে,

রচনা করতে-

জ্ঞানের মহাবিশ্ব।

আবদুল্লাহ সাঈদ খান

১৪/০১/১৩;

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *