আকাশে উড়ন্ত পাখির মত নই,
নই, পড়ন্ত বিকেলে সোনালী আলো,
পূর্ণিমা রাতের রুপালী পৃথিবী নই।
তবে,
ঘুমিয়ে থাকা শিশুটির মত
ফুলের কোমল কলিটির মত
শুভ্র নূতন ক্যানভাসের ন্যায় বিস্তৃত এ হৃদয়।
জ্বলন্ত অগ্নিকুণ্ডে,
অযাচিত রক্ত স্রোতে প্রবেশের আকাঙ্ক্ষা নেই-
জ্ঞানের পিয়াসী এ মন হাতে অস্ত্র চায় না।
এ ক্যানভাস আলফা সেঞ্চুরিকে অতিক্রম করে গেছে-
যেখানে লিখা হবে পুরনো সত্য,
নতুন রূপে।
পৃথিবীর সব স্থূল বুদ্ধির মৃত্যু হবে সে লিখায়,
আত্মা পাবে সত্ত্বার পরিচয়।
সাঈদ
২১/০৩/২০১৪
Leave a Reply