বছর পেরিয়ে গেল।
আনন্দ আর ফুর্তি করেই কাটিয়ে দিয়েছ বেলা,
জীবন নামের আমানত তুমি ভেবেছ শুধুই খেলা?
স্রষ্টার প্রিয় সৃষ্টি হয়েও সব দায়িত্ব ভুলে
পৃথিবী নামক ধাঁধাঁর পিছনে ছুটেছ বাউণ্ডুলে।
সময় পেরিয়ে গেলো,
তোমার হাশর দিনের খাতায় কতটা পুণ্য হল?
মনোযোগ দিয়ে শোনো,
নিজের স্বার্থে বিকানো সময়- কাজে আসবে না কোন-
যদি না সে কাজে বিচার দিনের প্রস্তুতি তব থাকে।
আরশের ছায়া’ তালিকায় তব নাম যদি নাই রাখে,
তীব্র রোদের খরতাপে তব ক্লান্ত দগ্ধ দেহ,
তৃষ্ণা মেটাতে কাউছার’ জল দেবে না সেদিন কেহ-
নবীজির প্রেম ছাড়া,
কোথায় তোমার প্রমোদ বন্ধু কোথায় আজকে তারা?
কাজে আসবে না কেউ,
বহতা নদীর জলরাশি ন্যায় চলছে সময় ঢেউ।
সময় ফুরিয়ে এলো
অথচ তোমার জীবন এখনো অগোছালো এলোমেলো।
ক্ষণিক সময় আছে,
ফিরে এসো, ফিরে এসো তুমি তোমার রবের কাছে।
তাঁর স্মরণেই মুখরিত হোক তোমার প্রতিটি ক্ষণ,
তাঁর পানে তব ফিরে চল নিয়ে শীতল শান্ত মন।
-৩১/১২/২০১৯
Leave a Reply