Md. Abdullah Saeed Khan

প্রত্যাবর্তন

এ শহর,
চক্ষু থেকেও অন্ধ ছিল
দ্বার খোলা তাও বন্ধ ছিল
জীবন ছেড়ে মৃত্যুমুখী ধন্দে ছিল।

সে সময় আকাশ ফুঁড়ে আলোক এসে পড়ল ভেঙ্গে।
এ গ্রামের,
কিশোর-তরুণ-যুবকরা সব মিথ্যা ফেলে
ছুটছে দেখ প্রভুর তরে পাখা মেলে
এ যেন নতুন প্রাণের রঙিন আলো জ্বলছে রেঙ্গে।

এ সাগর,
উথাল-পাথাল ধ্বংসে মাতাল আছাড় হানে
গর্জে উঠে ঝড়-তুফানে মৃত্যু পানে।
এ নাবিক,
ঝঞ্ঝা-মুখর সিন্ধু-বুকে দাঁড় টেনে যায়
অন্ধকারের পর্দা চিড়ে আলোর পানে।

এ দেশের,
তরুণরা আজ নিঝুম রাতে সেজদা করে
জায়নামাজে অশ্রু ছেড়ে স্রষ্টা তরে।

এ দেশের,
ঘরে ঘরে আছে আলোর মশাল
অনন্তকাল জ্বলছে,
ইসলাম যার দীপ্তি রেখা
আঁধার রাতের প্রলয় শিখা,
মিথ্যা ফুঁড়ে চলছে।

….
সাঈদ
১৩/০১/২০২০

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top