নীলাকাশ ঢাকে ঘন কালো মেঘে আধারে জড়ায় ধরা
বজ্রনিনাদে কেঁপে ওঠে ভূ বর্ষে অঝোরে জল
শির শির বাতায়ন গরমের শেষে
কাটে রাত আসে আলো স্নিগ্ধতা বেশে,
তেমোনী জীবন, মাঝে মাঝে সে যে প্রলয়ের ঢল,
সময়ের ডাকে সেও চলে যায় মুছে জীবনের জরা।
————
সাঈদ
বিকেল ৪.৫৩; ঝড়ের সময়
২২.০৪.২০২২
স্বরবৃত্ত(১৮,১৬,১৪,১৪,১৬,১৮)