Md. Abdullah Saeed Khan

বিদায় বেলায়

রমাদান রুহামাহ রাহে নাজাত বার্তা বহে এক-মাস

চলে যায় দ্রুততায়, যেন এক পশলা হিম বৃষ্টি

খরতাপে রুড়তায় দীর্ণ শুষ্ক মাঠে, করে সৃষ্টি

সবুজের সমারোহ, চোখে বহে মুগ্ধতা এক-রাশ।

আকাশ বিষন্ন আজ মেঘেরা অশ্রু ফেলে সরবে

অনাথ হৃদয় আজ বেদনা বিধুর ব্যাথা ক্লান্ত

কবর কাদিয়া কয় জীবিত জীবন যদি জানত

কি সুযোগ চলে যায় আলস্য জড়তায় নিরবে?

হে আমার রব তব দরবারে এ পাপীর আকুতি

শূণ্য আমলনামা হাতে, অজস্র গুনাহ্বৃত দুচোখে

রমাদান শেষ রাতে, তোমার কুদরতী পা সমুখে

সিজদায় লুটে রব, কর্-জোরে এ পাপীর মিনতি-

বিদায়ের এ বেলায়, ক্ষমা করো অধমেরে আর

ফিরাও তোমার পথে, খুলে দাও রহমের দ্বার!

হে অসীম হে অনন্ত হে আমার পরওয়ারদিগার!

২৯ রমাদান, ১৪৪৩ হিজরী

৩০ এপ্রিল, ২০২২

(সম্ভাব্য কদরের রাত)

Rate this:

Rate This

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top