Md. Abdullah Saeed Khan

হে আদম সন্তান!

এক মহাবিস্ফোরণ!

স্থান-কাল সৃষ্টি হলো

শক্তি ক-ণা বৃষ্টি হলো

স্ফিতি ক্ষেত্রে নিয়ন্ত্রিত হইলো প্রসারণ।

ম-হা-বিশ্ব সূচিত হলো – হইলো সঞ্চালন,

নি-হারি-কা ধুম্রকুঞ্জো

অ-গনিত কণাপুঞ্জ

চন্দ্র সূর্য গ্রহ তারা হইলো সাত আসমান,

সবুজ ধরার সৃষ্টি হইলো, হইলো সৃষ্টি প্রাণ।

লক্ষ লক্ষ বছর পরে

সবুজ শ্যামল এই ভূ-ধরে,

শ্রেষ্ঠ সৃষ্টি তীক্ষ্ণ দৃষ্টি সৌষ্ঠব অম্লান,

বুদ্ধি দীপ্ত তুখোর কণ্ঠ মানুষ গাইলো গান।

ইচ্ছে শক্তি ভালো মন্দ

স্বার্থে ত্যাগে হলো দ্বন্দ,

রক্ত-যুদ্ধে প্রাণ হরিল, সৃষ্টির অপমান

করলো মানব, হারাইলো তার অর্জিত সম্মান।

যুগে যুগে বাণী এলো

স্রষ্টা হইতে সৃষ্টি পেলো

ধ্বংস হইতে মুক্তি পথে জ্ঞা-নের পরিত্রাণ।

অল্প কজন শুনতে পাইলো মুক্তির আহবান!

এক মহা-শব্দ-রণ!

ধ্বংস হবে বিশ্ব যবে

সব মানিবে বুঝবে তবে,

তীব্র রৌদ্র কনকনে শীত হাশরের ময়দান,

ইচ্ছে শক্তি বিচার-বুদ্ধি সকলই হইবে ম্লান।

মহান প্রভুর দরবারে সব

কাঁদবে বলবে, “ইয়া রব, ইয়া রব!”

আমলনামার কার্যক্রমই করবে হিসেব দান।

সময় থাকতে সাবধান হই, হে আদম সন্তান !

..

সাঈদ

০১.০৪.২০২২

স্ফিতি ক্ষেত্র – Inflationary field

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top