অসুস্থ অবস্থা থেকে সুস্থতার দিকে প্রত্যাগমনের সময় নতুনত্বের অনুভূতি বিরাজ করতে থাকে।
এই অনুভূতির বর্ণনায় প্রকাশ করা কঠিন।
তবে, শুয়োপোকা যখন গুটি বেঁধে প্রজাপতিতে রূপান্তরিত হয়, তখন যদি তার কোন অনুভূতি থেকে থাকত তা বোধ হয় এ রকম।
সূর্য যখন অন্ধকার ভেদে করে নতুন ভোরের আলো নিয়ে আসে, সে সময় প্রকৃতি যদি কিছু বুঝত তা অনেকটাই হত সেই অনুভূতির ন্যায়।
ঝড়ের পরের নতুন সকালে যে মৃদু হিমেল বাতাস বইতে থাকে তার সাথে হয়ত তুলনা করা যায় একে।
কিংবা যেন শুষ্ক মাটি থেকে নতুন সবুজ ধানের শীষের সমারোহে বয়ে যাওয়া বাতাসের ঝাপটা।
অসুস্থতার পর সুস্থতায় ফিরে এলে মনে হয় যেন মহান রব আপনাকে নতুন জীবন দান করলেন। নতুন করে আরেকবার সুযোগ দিলেন তাকে ডাকার, তার দিকে ফিরে আসার।
মনের ব্যপারটাও কি ঠিক এ রকম?
বান্দাহ প্রকৃত তাওবা করলে আল্লাহ হয়ত তার মনকে সকল বিক্ষিপ্ত অবস্থা থেকে মৌলিক ভারসাম্যপূর্ণ অবস্থায় ফিরিয়ে দেন এবং সুযোগ দেন ভালর দিকে নিজেকে সঞ্চালিত করার। মৃত মন যেন নতুন জীবন পায়।
কখনও কি দেখেছেন, রাতের শেষ প্রহরে, সিজদায় মাথাবনত করে, দু চোখের পানি ছেড়ে দিয়ে, নিজের সকল অহংকারকে ধুলায় লুটিয়ে, বিনয়ের সাথে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার পর কি অনুভূতি হয়?