Zombie Science: More Icons of Evolution (বুক রিভিউ ২)

বই: Zombie Science: More Icons of Evolution

লেখক: Jonathan Wells

পৃষ্ঠা: ২৩৮

প্রকাশিত: মার্চ ২০১৭

২০০২ সালে প্রকাশিত Icons of Evolution-এর পর এটি লেখকের দ্বিতীয় বই।

কয়েকবছর হল আমাদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক জীববিজ্ঞান বই-এ বিবর্তনবাদ সংযোজন করা হয়েছে। বিবর্তনবাদের অধ্যায়ে বিবর্তনের প্রমাণ হিসেবে কি দেয়া আছে? আপনারা এ বিষয়ে নাড়াচাড়া করে থাকলে দেখবেন:

-ডারউইনের ফিঞ্চ পাখি

– শিম্পাঞ্জী থেকে মানুষের ক্রমাগত আগমনের ছবি যেটা প্রতারণাপূর্ণ

– হেকেলে এমব্রায়ো ড্রয়িং যেটা ফেইক

– আর্কিওপটেরিক্স নামক পাখি যাকে ট্রান্জিশনাল ফর্ম বলে চালানো হয়

– মানুষের এপেনডিক্স যাকে ভেসটিজিয়াল বলে চালিয়ে দেয়া হয়

ডারউইনবাদীরা তাদের তত্ত্বকে বাঁচিয়ে রাখতে এবং তরুণদের ব্রেইনওয়াশ করতে এ রকম কিছু উদাহরণ ব্যবহার করে থাকে। আমাদের দেশের জন্য এটি নতুন হলেও কয়েক দশক ধরে পশ্চিমা বিশ্বের আন্ডারগ্রাড থেকে শুরু করে বিবর্তনবাদের পাঠ্য বইয়ে এই তথাকথিত বিবর্তনের প্রমাণগুলোই প্রচার করা হয়।

যার মধ্যে উপরিল্লিখিত উদাহরণ ছাড়াও আছে:

– পিপারড মথ

– চার পাখা বিশিষ্ট ফ্রুট ফ্লাই

– ঘোড়ার বিবর্তন

ঠিক এ ধরনের দশটি ‘পপুলার’ প্রমাণের ভিত্তিহীনতার উপর বিস্তারিত আলোচনা করে জোনাথন ওয়েলস রচনা করেছিলেন তার প্রথম বই Icons of Evolution.

এবারের বই Zombie Science অনুরুপ আরও নতুন ছয়টি উদাহরণ যোগ করে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন লেখক। তিনি এবারও দেখিয়েছেন কেন এগুলো বিবর্তনের উদাহরণ হিসেবে প্রমাণিত না হওয়া সত্যেও পাঠ্যবইগুলোতে জোড় পূর্বক মগজধোলাই-এর জন্য মিথ্যা দাবী সহকারে পড়ানো হচ্ছে।

এবারের বইয়ে অন্য ছয়টি আইকনের মধ্যে উল্লেখযোগ্য হল:

-তিমির বিবর্তন

– ভেস্টিজিয়াল অর্গেন

– এন্টিবায়োটিক রেজিসটেন্স যাকে ম্যাক্রো বিবর্তনের প্রমাণের পক্ষে প্রাথমিক প্রমাণ হিসেবে মিথ্যা প্রচারণা চালানো হয়

– ‘জাংক ডিএনএ’

লেখকের ভাষায়: “জম্বি হচ্ছে হেটে চলা মৃত মানুষ। আর বিজ্ঞানে, একটি তত্ত্ব বা ছবির পক্ষে কোন প্রমাণ না থাকলে তা মৃত বলে ঘোষিত হয়।” বিবর্তনতত্বের তথাকথিত প্রমাণগুলো মৃত হওয়া সত্যে পাঠ্যবইয়ে হেটে বেড়াচ্ছে জম্বির মত। লেখক একে ‘বিজ্ঞান’ না বলে বলছেন ‘জম্বি বিজ্ঞান’।

বইদুটো সহজ ইংরেজী ভাষায় লিখিত। আগ্রহী পাঠকদের জন্য মাস্ট রিড।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *