Md. Abdullah Saeed Khan

মাতৃদুগ্ধের উপকারিতা

হিউম্যান মিল্ক নিয়ে ফেসবুক ঝড় উঠার আগে এর উপকারিতা নিয়ে বিস্তর পড়া হয়নি । এখন খুঁজতে গিয়ে অনেক মজার বিষয় পেয়ে যাচ্ছি। যেমন-


– মাতৃদুগ্ধের মাধ্যমে মায়ের জিন মাতৃদুগ্ধসেবী বাচ্চার শরীরের প্রবেশ করে এবং বাচ্চার ডিএনএ-তে একীভূত হয়ে যায়। অর্থাৎ, মায়ের দুধ সেবনের মাধ্যমে বাচ্চা তার মায়ের জিনও নিজের শরীরের নিয়ে নেয়(1)।

  • ইঁদুরের উপর গবেষণা করে দেখা গেছে যে মায়ের দুধের মাধ্যমে স্টেম সেলও বাচ্চার শরীরের প্রবেশ করে। শুধু প্রবেশ করেই চুপ থাকে না, দুগ্ধ সেবনকারীর বাচ্চার ব্রেইনে গিয়ে বাসা বাঁধে এবং নিউরন ও গ্লাইয়াল কোষ তৈরী করে(2)।
  • মায়ের দুধ বাচ্চার এপিজেনেটিক মোডিফিকেশন করে। অর্থাৎ কিছু জিন সুইচ অন করে এবং কিছু জিন সুইচ অফ করে । দেখা গেছে যে সকল বাচ্চা দীর্ঘদীন গরুর দুধ খায় তাদের এমন কিছু জিন এপিজেনেটিক্যালী অ্যাক্টিভেট হয় যার ফলে বড় হলে তাদের ডায়াবেটিস, অবেসিটি, নিউরোডিজেনারেটিভ ডিজিজ ও ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেড়ে যায়(3)।
  • মায়ের দুধে আছে উপকারী ব্যাকটেরিয়ার এক বিশাল জগত ও ইকোসিস্টেম যা শিশুর অন্ত্রের ব্যাকটেরিয়াজাল তৈর করতে ভূমিকা রাখে(4)।

     

রেফারেন্স:

1.        Irmak MK, Oztas Y, Oztas E. Integration of maternal genome into the neonate genome through breast milk mRNA transcripts and reverse transcriptase. Theor Biol Med Model [Internet]. 2012;9(1):1. Available from: ???

2.        Aydın MŞ, Yiğit EN, Vatandaşlar E, Erdoğan E, Öztürk G. Transfer and Integration of Breast Milk Stem Cells to the Brain of Suckling Pups. Sci Rep. 2018;8(1):1–9.

3.        Melnik B, Schmitz G. Milk’s Role as an Epigenetic Regulator in Health and Disease. Diseases. 2017;5(1):12.

4.        Ruiz L, García-Carral C, Rodriguez JM. Unfolding the human milk microbiome landscape in the omicsera. Front Microbiol. 2019;10(JUN):1–11.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top