পাহাড় ছেড়ে জমিন ফেরে’ ঘুরছি বনান্তর,
সাগর পানে গানে গানে ছুটছি অনন্তর,
নদীর সাথে দিনে রাতে আঁকছি ভাবের ছবি,
বৃক্ষ কোলে পাতা দোলে বলছি প্রভাত কবি।
তৃষ্ণা মিটে গ্রীষ্মে, শীতে চলতি উষ্ণ বাহে,
সব প্রজাতি প্রাণের বাতি শক্তি পূর্ণ রাহে
লব্ধ করে, রাত্রি ভোরে, পংক্তি সঞ্চয়ন
উচ্চ তানে বাঁধছে গানে ভক্তি প্রত্যয়ন।
সৃষ্টি সূচি, দুঃখ ঘুচি, ধ্বংস রচি,
ঝঞ্চা আমি, কোমল আমি-
বটের ছায়ায় মুক্ত শীতল উদার সমীরণ,
আমি দখিনা পবন।
২০.০৩.২০২২
Leave a Reply