Md. Abdullah Saeed Khan

আলোকিত প্রভাত

একাকী দাড়িয়ে কি দেখছ আকাশে?

চাঁদের কোমল আলো?

অজস্র তাঁরা?

অবিমিশ্র অনুভূতি প্রতিটি নি:শ্বাসে

যাচ্ছ কি হারিয়ে কোথাও?

স্মৃতির গহীন কোণে-

আলতো আলিঙ্গন,

মিষ্টি দু-তিনটে কথা

কিংবা চায়ের টেবিলে আড্ডায় জমে যাওয়া।

যে বন্ধু তোমায় ফেলে চলে গেছে বহুদূর,

নিষ্ঠুর, উন্মাদ;

কেন তার দিকে ফিরে চাও?

পৃথিবীর প্রতিটি পথে অজস্র গোলাপের কাঁটা

তা-ই কেটে চলতে হবে পথ।

তোমার রক্তে রঞ্জিত,

তোমার শ্রমে সঞ্চিত ভোর হবে-

নতুনের আলোকিত প্রভাত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top