ঘুরে ফিরে এলো রমজান মাস রাখছে সকলে রোজা
ঘুরে ঘুরে চা’য় ফরজ নামাজ করছে সকলে কাজা।
আমি কি এমনই এতিম অনাথ এতই তোমার বোঝা?
আমাতে কি নেই খোদার আদেশ নেই কি আমাতে জাঝা?
আমি কি শুধুই জুমার দিনের হাজিরা দেবার খাতা?
কলমা নামাজ যাকাত ও হজ্ব সবাই তোমার ত্রাতা।
শুধু রোজা রেখে স্রষ্টা পাইবে তাই কি হবার কথা?
তবে শুধু কেনো না খেয়ে থাকার এই আয়োজন তথা?
পেরেছো কি তুমি ছাড়িতে মিথ্যা, সুদ, ঘুষ, দূর্ণীতি?
পেরেছো কি মেধা মনন গড়তে, ছাড়তে সজন প্রীতি?
রোজা নাতো শুধু সারাদিন ধরে উপোষ থাকার রীতি,
অলসতা আর অহংকারের আজিকেই টানো ইতি।
আসুক সে বোধ, সব রোজাদার ঘুম থেকে যেন্ জাগে
স্রষ্টার তরে নিজেকে বিলীন করিতে নামাজ আগে,
ছুটে ছুটে চলো মসজিদ পানে জামাত হয়নি কাজা,
সিজদায় লুটে ক্ষমা চেয়ে দেখো পূর্ণতা পাবে রোজা।
….
সাঈদ
২৩.০৪.২০২২
রাতের দ্বিতীয় প্রহর