এতদিন ভাই লিখে গেছি তাই যা আসে মনে
ছন্দ ছাড়াই ছাই-পাশ যাই লিখিয়াছি ক্ষণে।
লেখক যারা জানেন তারা ছন্দ বুনন রীতি
হাতের নিপুন ছোয়ায় দারুণ লিখতে পারেন গীতি।
শিল্পী মনন নিত্য বুনন করছে নুতন ছবি
তারাই লেখক তারাই সাধক তারাই আসল কবি।
সাঈদ
২৩/০৪/২০২২