Md. Abdullah Saeed Khan

ভাল আছি

ভালো আছি,

যখন রাস্তায় জুতো পড়ে বেরোলে দেখি একজন আমারই মত মানুষ

খালি পায়ে হাটছে…

তখন বুঝতে পারি…

ভালো আছি।

ভালো আছি,

যখন ধানমন্ডি এক নাম্বার রোডে দেখি আমারই মত একজন মানুষ

শুধুই অস্থি:সার মজ্জ্বা…

তখন বুঝতে পারি…

ভালো আছি।

ভালো আছি

যখন ফার্মগেট ফ্লাইওভারে উঠতে গিয়ে দেখি আমারই মত মানুষ

গোদরোগ; হাত পেতে আছে…

তখন বুঝতে পারি…

ভালো আছি।

ভালো আছি

যখন  দাড়িপাকা একজন আমারই মত মানুষকে দেখি

রিকশা চালাচ্ছে….

তখন বুঝতে পারি…

ভালো আছি।

ভালো আছি,

যখন দেখি মা তার শিশুটিকে কাছে রেখে শুয়ে আছে

ফুটপাথে….

তখন বুঝতে পারি…

ভালো আছি।

ভালো আছি,

যখন দেখি ক্ষুধার্ত একটি শিশু…

আমাদের মতই রক্তমাংসের মানুষ..

ডাস্টবিন থেকে কুড়িয়ে উচ্ছিষ্ট খাচ্ছে…

তখন….

……..

……..

চোখের পানি ধরে রাখতে পারি না…

নিজের অস্তিত্বের উপর রাগ হয়

কাউকে হাসতে দেখলে গা জ্বালা করে

রাস্তার গাড়ি গুলো দেখলে রক্ত হয়ে গরম হয়ে উঠে

ক্ষমতাসীন লোভী অমানুষগুলোকে ধিক্কার জানাই

পৃথিবীকে নতুন করে গড়ার স্বপ্ন দেখি

দারিদ্রতামুক্ত আদর্শ সমাজ গড়ার শপথ নেই

আর বুঝতে পারি..

আমার ভালো থাকার একটা উদ্দেশ্য আছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top