হুমায়ুন আজাদের ‘আমার অবিশ্বাস’ হল মুক্তিবুদ্ধি চর্চার নামে নির্জলা মিথ্যাচারের সমাবেশ। সাধারন পাঠককে বিভ্রান্ত করতে বইটিতে তিনি স্রষ্টা, ধর্ম ও বিশ্বাস নিয়ে অ-যুক্তি ও কুযুক্তির আবর্জনা উদগীরন করেছেন। যেই বিজ্ঞানে আজাদ সাহেবদের অন্ধবিশ্বাস সেই বিজ্ঞানের অসংখ্য রেফারেন্স দিয়েই রাফান আহমেদ উক্ত আবর্জনাকে ধুয়েমুছে পরিস্কার করে দিতে সচেষ্ট হয়েছেন তার নতুন বই-এ। ‘অবিশ্বাসী কাঠগড়ায়’ নাস্কিকতার অন্ধকূপে যুক্ত করেছে আরেকটি আলোর মশাল।
Leave a Reply