অল্প কিছু পাতায় বিশ্বাসের সপক্ষে বেশ কিছু কারণ চলে এসেছে। যারা আস্তিকতা-নাস্তিকতা নিয়ে বিভিন্ন বিষয় পড়েছেন তারা জানেন আস্তিকতার পক্ষে বেশ কিছু পরোক্ষ সিদ্ধান্ত আছে। এই সিদ্ধান্তগুলো এসেছে বিজ্ঞান ও দর্শনের বিস্তারিত আলোচনার মধ্য দিয়ে। মজার বিষয় হলো এই বইটি সেই বিস্তারিত তর্ক ও বিতর্ক আলোচনায় না গিয়ে সিদ্ধান্তগুলোকেই অল্প কথায় ও নাস্তিকদের রচিত বই থেকে উদাহরণ টেনে উপস্থাপন করেছে। এ কারণে আস্তিকতা-নাস্তিকতা তর্কের সাথে অপরিচিত একজন পাঠকের বিষয়গুলো বুঝতে একটু বেগ পেতে হতে পারে।
যাই হোক আমার কাছে বইটির শক্তি ও দুর্বলতা হিসেবে যে পয়েন্টগুলো মনে হয়েছে-
শক্তি-
১. সহজ ভাষায় অল্প কথায় উপস্থাপন।
২. স্বয়ং নাস্তিক বিজ্ঞানীদের রেফারেন্স ব্যবহার।
দুর্বলতা-
১. সরাসরি সিদ্ধান্তগুলোকে উপস্থাপন, যার ফলে পাঠকের জন্য বুঝতে একটু কষ্ট হতে পারে।
২. বিষয়বস্তুর উপস্থাপন আরেকটু সাবলিল হতে পারতো।
Leave a Reply