আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ করুনা যে হিসেবের দিনে সবার বিচার হবে পৃথক ভাবে।
আমি যদি মুসলিম পরিবারে জন্ম নিয়ে থাকি, আমি জেনে বুঝে ইসলামকে শেখা ও মানার চেষ্টা করেছি কি না? আমাকে তিনি যে বুদ্ধিমত্তা, সময় এবং কর্মব্যস্ততা দিয়েছেন তার সাপেক্ষে আমার যতটুুকু জানার সুযোগ ছিলো তা জেনেছি কি না এবং তার সাপেক্ষে আমার যতটুকু মানার সুযোগ ছিলো মেনেছি কি না?
একজন রিকশা চালকের জামাতে নামাজ পড়তে না পারার বিচার একজন ব্যাবসায়ীর মত হবে না। একজন ঠেলাগাড়ি চালকের রমজানের রোজা একজন এসিতে বসে থাকা অফিস কর্মকর্তার মত হবে না।
যে অমুসলিম পরিবারে জন্ম নিয়েছে সর্বজ্ঞানী আল্লাহ তার সম্ভাব্য সকল ঘটনাক্রম (All possible world) এর সকল শাখাপ্রশাখা সহ জানেন। ফলে তিনি জানেন যে মুসলিম পরিবারে জন্ম নিলে সে কিভাবে জীবন যাপন করত এবং মুসলিম পরিবারে জন্ম নিলে তাকে তার স্বাধীন ইচ্ছের মাধ্যমে কতটুকু পরীক্ষা করা যেত। আবার অমুসলিম পরিবারে জন্ম নিলে তাকে তার স্বাধীন ইচ্ছেশক্তি, বুদ্ধিমত্তা, সময় এবং কর্মব্যস্ততার মধ্যে কতটুকু পরীক্ষা করার সুযোগ আছে তা-ও মহান আল্লাহ জানেন। সুতরাং, আমরা বিশ্বাস করি আল্লাহ তাআলাকে উক্ত ব্যাক্তিতে তার best possible world-এ তৈরী করেছেন। হয়ত পুরো জীবনে তাকে আল্লাহ অনেকবার মুসলিম হয়ে যাবার সুযোগ দিবেন? হয়ত সে আমার-আপনার চেয়েও পরহেজগার মুসলিম হয়ে মৃত্যুবরনের সম্ভাব্য অপশন রাখে।
আবার, আমার জীবনে হয়ত ইমান রক্ষার এমন পরীক্ষা আসতে পারে যেখানে উত্তীর্ণ না হলে আখিরাত বরবাদ হয়ে যাবে (আল্লাহ ক্ষমা করুন।)।
আল্লাহ আমাকে আমার পুরো জীবনের কনটেক্সট, বুদ্ধিমত্তা, ও সময়ের আলোকে বিচার করবেন। আপনাকেও আপনার কনটেক্স, বুদ্ধিমত্তা, ও সময়ের আলোকে বিচার করবেন।
এজন্য কোন ‘সুনির্দিষ্ট’ ব্যক্তির ব্যপারে জাজমেন্টাল না হই। নিজে ইসলাম শিখি, পালন করি এবং মানুষের কাছে দাওয়াত পৌছে দেই যে- ‘আল্লাহ এক, অদ্বিতীয়, এবং মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার প্রেরিত শেষ নবী’। এরপর উক্ত ব্যাক্তির হেদায়াতের ভার আল্লাহর কাছে ছেড়ে দেই এবং দোয়া করতে থাকি।
আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করে দিন এবং মুসলিম বানিয়ে তার কাছে ডেকে নিন।