Md. Abdullah Saeed Khan

হতাশ না হই!

জীবন আপনাকে কোন কোন সময় অবিরাম কষ্ট দিবে, দুঃখ দিবে, পাহাড়সম না পাওয়ার বেদনা দিয়ে ঘিরে রাখবে।

এভাবে আপনাকে এমন পর্যায়ে নিয়ে যাবে যেন আপনার দেয়ালে পিঠ ঠেকে যায়। আপনাকে এমনভাবে মোচড়াবে যেন আপনি ভেঙ্গে পড়েন।

কিন্তু, এই সময়ে যদি ধৈর্য্য ধারণ করতে পারেন এবং দয়াময়ের কাছে সাহায্য চাইতে থাকতে পারেন। দেখবেন, আপনার সাহায্য করার জন্য কেউ না কেউ কাছে থাকবে। এমনও হতে পারে, আপনি যার কাছে সাহায্য কখনও আশা করেন নি, তার কাছ থেকেই সবচেয়ে সঙ্গীন মূহুর্তের সহযোগিতা পেয়েছেন।

এভাবে দীর্ঘ পরীক্ষার মধ্য দিয়ে আপনি যদি উত্তীর্ণ হতে পারেন, মনে হবে এক একটা ঘটনা হচ্ছে এক একটি piece of puzzle। যে ঘটনাগুলো আপনার কাছে আপাত কষ্টের মনে হচ্ছিল, আসলে তা ছিল আপনাকে গড়ে নেয়ার জন্য তাঁর পরিকল্পনা। যে না পাওয়ার মধ্য দিয়ে আপনি গিয়েছেন, তা ছিল কোন কঠিন সময়ের অল্পে তুষ্ট থাকার ট্রেইনিং।

অতএব, চলুন হতাশ না হই। হতাশা প্রাণশক্তিকে নষ্ট করে দেয়। কখনও হতাশা চলে আসলে, ফুটপাতে গভীর ঘুমে নিমগ্ন মানুষটার দিকে তাকান, ছেড়া স্যান্ডেলের ঠেলাগাড়ি ওয়ালার পায়ের দিকে দেখুন, কয়েক হাজার টাকা বেতনের বৃদ্ধ দাড়োয়ানের দিকে দৃষ্টি দিন।

আপনি এই পোস্ট পড়ছেন। সুতরাং, আপনি তাদের চেয়ে অন্তত ভাল আছেন।

প্রজ্ঞাময় আমাকে আপনাকে যে কাঠিন্যের মধ্য দিয়ে নিয়ে যাচ্ছেন, হয়ত তা একটি বিরাট সাফল্যের দিকে নিয়ে যাবার পরিকল্পনারই অংশ। হোক তা এপারে বা ওপারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top